বিনোদন ডেস্ক: সৃজিত-মিথিলা বর্তমান সময়ের অন্যতম আলোচিত নাম । তাদের নিয়ে ভক্তদেরও আগ্রহের শেষ নেই। দর্শকরা জানতে চান কোথায় আছেন, কি করছেন তারা।
তবে মিথিলাকে বিয়ের পর থেকেই একটু ঝামেলায় আছেন সৃজিত। সম্প্রতি ড্রোন উঠিয়ে জরিমানা গুনতে হয়েছে জনপ্রিয় এই নির্মাতার।
বর্তমানে ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজে কাজ করছেন সৃজিত। আর এই সিরিজে কাজ করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
বিয়ের পর এটাই সৃজিতের প্রথম কাজ। প্রথম কাজে ফিরেই বেশ ঝামেলায় পড়েন তিনি। ড্রোন উঠিয়ে শুধু জরিমানা নয়, বন কর্মীদের কাছ থেকে অনুমতি না নিয়ে শুটিং করায় বন্ধ করে দেয়া হয়েছে সৃজিতের শুটিং।
এই বিষয়ে সৃজিত মুখার্জি বলেন, জঙ্গলের সীমানা জানতেন না তারা। নিয়মভঙ্গ করায় তাকে দিতে হয়েছে জরিমানা।
আইএনবি/বিভূঁইয়া