টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার পৌর এলাকার ভাল্লুককান্দি গ্রামে শনিবার (১২ অক্টোবর) মধ্য রাতে অন্তঃসত্ত্বা মা ও মেয়েকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত দু’জন হলেন- ভাল্লুককান্দি গ্রামে আল-আমিনের স্ত্রী লাকী বেগম (২২) এবং মেয়ে আলিফা (৪)। রোববার (১৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন।
তিনি জানান, এঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
আইএনবি/বিভূঁইয়া