মালয়েশিয়াগামী ট্রলার ডুবিতে আরও এক নারীর লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি: বঙ্গোপসাগরে সেন্টমার্টিনের কাছে মালেয়শিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় আরও এক নারীর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

শনিবার বেলা১১টার দিকে ছেড়াদ্বীপের কাছ থেকে আরও এক মধ্য বয়সী নারীর লাশ উদ্ধার করা হয়।

সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাঈম উল হক বলেন, সাগর থেকে ভাসমান অবস্থায় আরও এক মধ্য বয়সী নারীর লাশ উদ্ধার করা হয়েছে।তবে এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার ট্রলার ডুবির ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছিলো। এ ঘটনায় এক নারীর লাশসহ এ পর্যন্ত ১৭জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৪জন নারী ও ৩জন শিশুর লাশ রয়েছে।এতে ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিলো। এ ঘটনায় নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, এর আগে সোমবার সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া ছড়া নোয়াখালী পাড়া থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮জন রোহিঙ্গাসহ ট্রলারটি ডুবে যায়। মঙ্গলবার উদ্ধার অভিযানে ১৫ জনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।

আইএনবি/বিভূঁইয়া