ক্রীড়া ডেস্ক: ১০৯ রানে জিতে এস এ গেমস ক্রিকেটে বাংলাদেশের যাত্রা। বাংলাদেশের ১৭৪ রানের জবাবে মালদ্বীপের ইনিংস শেষ মাত্র ৬৫ রানে। পুরো ম্যাচে ব্যাটে-বলে মালদ্বীপ বিন্দুমাত্র প্রতিযোগিতা বা প্রতিদ্বদ্বিতা তৈরি করতেই পারেনি।
টসে জিতে বাংলাদেশ দল ব্যাটিং বেছে নেয়। টপঅর্ডার ব্যাটসম্যানরা ব্যাট হাতে দাপট দেখান। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ করেন ২৮ বলে ৩৮ রান। আরেক ওপেনার সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৬ রানের ইনিংস। ওয়ানডাউনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দ্রুতগতিতে ৩৮ বলে তুলে নেন ৪৯ রান। নাজমুল হাঁকান ৩ ছক্কা ও ১ বাউন্ডারি।
২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানের বড় সঞ্চয় গড়ে বাংলাদেশ। জবাব দিতে নেমে মালদ্বীপ শুরু থেকে মুখ থুবড়ে পড়ে।
ব্যাটে-বলে ক্রিকেটীয় শক্তিতে এই ম্যাচে মালদ্বীপ ছিল অনেক দুর্বলতর দল। স্কোরকার্ডেও সেই প্রমাণই রইল।
গেমসে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার, ৬ ডিসেম্বর খেলতে নামবে ভুটানের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ১৭৪/৪ (২০ ওভারে, নাঈম শেখ ৩৮, সৌম্য সরকার ৪৬, নাজমুল ৪৯, আফিফ ১৬, ইব্রাহিম ১/৩১)। মালদ্বীপ ৬৫/১০ (১৯.২ ওভারে, আহমেদ হাসান ১০, আলী ইভান ১২, তানভীর ইসলাম ৫/১৯)।
আইএনবি/বিভূঁইয়া