আইএনবি নিউজ: রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজেকে ১১ কোটি টাকা মানি লন্ডারিংয়ের মামলায় ৮ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে ঢাকার মহানগর হাকিম জিয়াউর রহমান এর আদালতে হাজির করে ১০ দিনের রিমাণ্ড চাইলে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নাকচ করে ৮ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ২৫ আগস্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা ও জালিয়াতি করে ৭ কোটি ৯০ লাখ টাকা ও করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে ৩ কোটি ১১ লাখ টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পাওয়ায় উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন সিআইডির পুলিশ পরিদর্শক ইব্রাহিম হোসেন। গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। মামলার ২ নম্বর আসামি মাসুদ পারভেজকে গাজীপুর থেকে গত ১৪ জুলাই গ্রেফতার করা হয়।
আইএনবি/বি.ভূঁইয়া