মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কের শনিবার (২৩ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১২ জন।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ফরিদপুরমুখী সাউথ লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে বাসের চালক ও এক যাত্রী দুর্ঘটনাস্থলে নিহত হয়। এই দুর্ঘটনায় আহত হয় কমপক্ষে আরও ১২ বাসযাত্রী।
তবে দুর্ঘটনায় নিহত বাসচালক ও যাত্রীর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন উদ দৌলা।
আইএনবি/বিভূঁইয়া