মাধবপুরে ভারতীয় ৫০ বোতল মদ জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির পুলিশ ৫০ বোতল ভারতীয় মদসহ একটি অটোরিকশা জব্দ করেছে ।

শুক্রবার দুপরে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ওসি উত্তম কুমার দাসের নেতৃত্বে এএসআই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদে উপজেলার মনতলা চৌমুহনী রাস্তার তেমুনিয়ায় একটি অটোরিকশা তাল্লাশি করে ৫০ বোতল ভারতীয় মদ ও অটোরিকশাকে জব্দ করে এবং অটোরিকশাচালক রফিকুল ইসলামকে আটক করে।

গ্রেপ্তার অটোরিকশাচালক মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আশরাফ উদ্দীনের ছেলে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ওসি উত্তম কুমার দাস গ্রেপ্তারে বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আইএনবি/বি.ভূঁইয়া