মাধবকুণ্ড ৭ মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত

মৌলভীবাজার প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড করোনা পরিস্থিতির কারণে ৭ মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে। বন বিভাগের বিভিন্ন শর্ত মেনে রবিবার থেকে মাধবকুণ্ডে ঢুকতে পারবেন পর্যটকরা।

গত ৩০ অক্টোবর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছিলেন বনবিভাগ।

বনবিভাগের শর্তে বলা হয়েছে, প্রবেশের আগে অবশ্যই মাস্ক পরতে হবে। এছাড়া হ্যান্ড স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব নিশ্চিতে সচেষ্ট থাকবে বনবিভাগ।

এর আগে করোনা সংক্রমণরোধে গত ১৯ মার্চ পুরো মাধবকুণ্ডে পর্যটকদের যাতায়াত সাময়িক বন্ধ ঘোষণা করেছিল বনবিভাগ।

বনবিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস ঢাকাটাইমসকে জানান, সাত মাস বন্ধ থাকার পর মাধবকুণ্ড পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে। এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা মাধবকুণ্ডে প্রবেশ করতে পারবেন।

আইএনবি/বিভূঁইয়া