মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, ককটেল বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকার হাকিম ব্যাপারীর সঙ্গে একই এলাকার মিঠু হাওলাদারের বিরোধ চলে আসছে। এরই জেরে রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভাস্কর সাহা বলেন, এলাকায় আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।

মোবাইল ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে অভিযুক্ত হাকিম ব্যাপারী ও মিঠু হাওলাদারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আইএনবি/বিভূঁইয়া