মাদারীপুর প্রতিনিধিঃ বৃহস্পতিবার রাতে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পূর্ব কলাগাছিয়া গ্রামে নকুল বিশ্বাস সাহিত্য সঙ্গীত একাডেমিতে অর্ধশতাধিক মাকে জ্যান্ত মাতৃপূজা করেছেন তাদের সন্তানেরা। কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ব্যতিক্রমী এই পূজার আয়োজন করা হয়।
জানা গেছে, এবার প্রথম জীবিত মায়ের পূজা দেয়ার জন্য একটি মন্দির তৈরি করেছেন যা পৃথিবির বুকে একমাত্র জীবন্ত দেব দেবীর মন্দির।
উল্লেখ্য মাদারীপুরে গত ৪ বছর যাবত নকুল বিশ্বাস সাহিত্য সঙ্গীত একাডেমিতে এই পূজার আয়োজন করা হয়।
আইএনবি/বিভূঁইয়া