মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

টেকনাফ প্রতিনিধি : ক্সবাজারের টেকনাফে সোমবার সন্ধ্যায় পৌরসভার পুরাতন পল্লান পাড়া মাদকাসক্ত স্বামী মোহাম্মদ সাদেকের ছুরিকাঘাতে খুন হয়েছেন স্ত্রী কুলছুমা বেগম (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্বামী সাদেক মাদকাসক্ত। প্রায় সময় মাদক সেবন করে বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। প্রতিদিনের ন্যায় সোমবারও মাদক সেবন করে সাদেক বাড়িতে আসলে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন। এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। প্রতিবেশীরা তাকে গুরুতর আহতাবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই দম্পতির সাত মাস বয়সের একটি ছেলে সন্তান রয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রুমানা রশিদ বলেন, ছুরিকাঘাত প্রাপ্ত নারীকে হাসপাতালে আনার আগেই মারা যায়। তার শরীরে ছুরিকাঘাতের দুুটি চিহ্ন রয়েছে।

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটিদল পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আইএনবি/বিভূঁইয়া