মাদকসহ জেলা পরিষদ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী পৌরসভায় সোনাপুরে ডিবি পুলিশ বুধবার (১১ ডিসেম্বর) রাতে জেলা পরিষদের ডাক বাংলো থেকে মাদক সেবনকালে জেলা পরিষদ সদস্য মো.কামাল উদ্দিন ওরফে সিএনজি কামালসহ ৪ জনকে আটক করেছে ।

আটক মো.কামাল উদ্দিন ওরফে সিএনজি কামাল (৪৫) নোয়াখালী পৌরসভার ৯ং ওয়ার্ডের পশ্চিম বদরীপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার বলেন, মাদক সেবনকালে কামালসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া