মাঝিরঘাট রেলওয়ে বস্তিতে আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম প্রতিনিধি: সোমবার (৩ ফেব্রুয়ারি) আনুমানিক ভোর ৫টা ১০ মিনিটে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকার রেলওয়ে বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

ঘটনার খবর পেয়ে চারটি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণে আনে। আগুনের সুত্রপাত সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। আগুনে বস্তির অধিকাংশ ঘর পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে আগ্রাবাদ ফায়ার সার্ভিস।

আইএনবি/বিভূঁইয়া