মাওনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা । এতে চরম বিপাকে পড়েছেন ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে এ অবরোধ শুরু করেন পরিবহন শ্রমিকরা। অবরোধে সড়কে আটকে আছেন অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ত্রিশালের ওই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রাজধানী ঢাকা থেকে রওনা দেওয়া ভর্তিচ্ছুক শিক্ষার্থী সহ অনেকেই আটকে আছেন অবরোধে।

মাওনা হাইওয়ে থানা পুলিশের এসআই আইয়ুব আলী জানান, শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে শ্রমিকদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। শ্রমিকরা একটি বাস ছেড়েও দিয়েছেন। বাকি শিক্ষার্থীদের কথা বিবেচনায় শিক্ষার্থীবাহী আরেকটি বাস ছেড়ে দেয়ার চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া