মহল্লার দোকান খোলা রাখা যাবে বিকাল ৪টা পর্যন্ত

আইএনবি নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশ করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকা ঢাকা মহানগরীতে মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকান খোলা রাখার সময়সীমা বাড়ালো । রমজানে মানুষের সুবিধার্থে এখন প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত এসব দোকান খোলা রাখা যাবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন থেকে নগরবাসী বিকাল ৪টা পর্যন্ত প্রয়োজনীয় পণ্যদ্রব্য ক্রয় করতে পারবেন।

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন এলাকার স্বীকৃত কাঁচাবাজার ও সুপার শপগুলো আগের মতো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না। সেগুলো প্রয়োজনে ২৪ ঘণ্টাই খোলা রাখা যাবে।

আইএনবি/বিভূঁইয়া