মসজিদ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগে সমন্বয়ক গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদরে নির্মাণাধীন মডেল মসজিদের ক্যাম্পাসে হামলা, ভাঙচুর, মারধর এবং ৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে । এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান সানিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২২ মার্চ) দুপুরে শহরের ব্র্যাক ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে সানির নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হামলা, ভাঙচুর, কর্মচারীদের মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় নির্মাণাধীন মডেল মসজিদে।

এসব অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার সকালে সদর থানায় এ ব্যাপারে সানির নামে একটি ছিনতাই মামলা করেছেন নির্মাণাধীন মসজিদটির সাইট ম্যানেজার মো. শহিদুল ইসলাম।

আইএনবি / বিভূঁইয়া