মধ্যরাতে টিসিবি’র পেঁয়াজ নিতে দীর্ঘ লাইন

পঞ্চগড় প্রতিনিধি: গত কয়েক দিন ধরে পঞ্চগড় শহরসহ জেলার ৫টি উপজেলায় জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতি কেজি ৫৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে মেঘনা গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান।

জানা যায়, পুলিশি পাহারায় জন প্রতি ২ কেজি করে পেঁয়াজ বিক্রি করছে প্রতিষ্ঠানটি। ফলে সাধারণ মানুষ পেঁয়াজ কিনতে ঘন কুয়াশা ও প্রচণ্ড শীত উপেক্ষা করে মধ্যে রাতেও পেঁয়াজের জন্য দাঁড়িয়ে আছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ১২টায় জেলার তেঁতুলিয়া উপেজেলার ভজনপুর বাজারে সরেজমিনে দেখা যায় ৫৫ টাকা দরে পেঁয়াজ কিনতে মানুষের দীর্ঘ লাইন।

পেঁয়াজ কিনতে আসা তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকার বাসিন্দা রিন্টু হাসান জানান, বাজারে হঠাৎ শুনতে পেলাম ৫৫টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তাই খবর পেয়ে লাইনে দাঁড়িয়ে আমি ২কেজি পেঁয়াজ কিনলাম।

একই কথা জানান তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আমিনার রহমান। তিনি জানান,দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ১ কেজি পেঁয়াজ কিনলাম কিন্তু পেঁয়াজ অনেক নরম।

আইএনবি/বিভূঁইয়া