ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউপির বাঁকশিরি গ্রামে জমি বিক্রি করে টাকা না দেয়ায় আফজাল আলী মন্ডল (৪৫) নামে এক গরিব কৃষককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে তার স্ত্রী ও সন্তানরা। আগুনে তার শরীরের বিভিন্ন স্থান ঝলছে দেয়া হয়েছে। এছাড়া লাঠির আঘাতে তার শরীরে রক্ত জমাট বেঁধে গেছে।
বর্তমানে তিনি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নির্যাতিত আফজাল অভিযোগ করে বলেন, স্ত্রী-সন্তানরা জমি বিক্রির টাকার জন্য তাকে চাপ দিতে থাকে। এক পযার্য়ে বাড়ি থেকে বের করে দেয়। খেতেও দিত না । গত বছর চৈত্রমাস বাড়ি ছাড়া হই ।
এক মাস হলো পরিবারের টানে বাড়ি ফিরি তারপরও রক্ষা হয়নি। শ্যালক আরমান আলীর নির্দেশ আমার স্ত্রী আনোয়ারা, ছেলে আলমগীর ও মেয়ে আল্পনা বেশ কিছু দিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে।
আফজালের ছোট ভাই আজগর আলী বলেন, গতমাসে লাঠি দিয়ে তার ভাই আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। চক্ষু লজ্জার ভয়ে এ সব ঘটনা তিনি এতদিন আড়াল করে রেখেছিলেন ।
রোববার বিকালে স্থানীয় বাজারে ওষুধ কিনতে গেলে একজন প্রতিবেশী তার শরীরের দাগগুলো দেখে সবাইকে জানায়। পরে তারা তাকে হাসপাতালে ভর্তি করে। আফজাল বলেন, আমি ছেলে মেয়ে, স্ত্রীকে নিয়ে বাঁচতে চাই । কিন্তু ওরা আমাকে বাঁচতে দিতে চায়না বলে কেঁদে দেন তিনি।
রায়পুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন একমাস আগে এ নিয়ে শালিশ বৈঠক হয় । এরপর কি হয়েছে তা আমার জানা নেই। তবে আফজালের স্ত্রী আনোয়ারার অভিযোগ সে আয় রোজগার না করে অলস সময় কাটায়। এনিয়ে দুজনের বনাবনি হচ্ছিল না ।
এ ব্যাপারে হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক শিহাব আহম্মেদ বলেন, আফজালের বুকে ও পিঠের বিভিন্ন স্থান আগুনে ঝলসে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের কারণে রক্ত জমাট হয়ে গেছে।
আইএনবি/বিভূঁইয়া