মদের বারে অভিযান, আটক ৬২

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর আবাসিক হোটেল এরিনায় এ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আকস্মিক অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় মদের বার থেকে ৬২ জনকে আটক করা হয়েছে। এরপর ঘণ্টাখানেক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে থাকা বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরণ মণ্ডল জানান, এরিনা হোটেলের বারে মদ বিক্রির অনুমোদন থাকলেও লাইসেন্সবিহীন কাউকে মদ বিক্রির নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই নির্দেশনা না মেনে অপ্রাপ্ত ও লাইসেন্সবিহীনদের কাছে হরহামেশাই মদ বিক্রি চলছে। এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে এবং সেখান থেকে ৬২ জনকে আটক করা হয়।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, এরিনা হোটেলে অভিযানে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আইএনবি/বিভূঁইয়া