আইএনবি ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শনিবার সকালে ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ডের বাওয়ানী আদর্শ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জুট মিলের শ্রমিক আবদুর রহিম ওরফে লাভলু মাস্টার (৫৫)।
চিকিৎসকদের দেয়া তথ্য মতে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবদুর রহিমের মৃত্যু হয়েছে।
মৃত আবদুর রহিম বরিশালের কোতয়ালী থানার রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বারেক দাড়োয়ানের ছেলে। তিনি মিলের শ্রমিকদের দীঘির কলোনীতে থাকতেন।
আইএনবি/বিভূঁইয়া