ভৈরবে মাস্ক না পরায় ১৫ জনকে জরিমানা

ভৈরব প্রতিনিধি: ভৈরবে ভ্রাম্যমাণ আদালত করোনা পরিস্থিতিতে মাস্ক না পরার দায়ে ১৫ জনকে জরিমানা করেছেন। সোমবার দুপুরে ভৈরব বাজারের বিভিন্ন স্থানর অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা জানান, দ্বিতীয় দফায় করোনার প্রার্দুভাবে ভৈরবের বাজারে মাস্ক না পরায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৫ জনকে দুই হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয় এবং সবাইকে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারের জন্য সতেচন ও উদ্বুদ্ধ করেছেন বলে জানান তিনি।

আইএববি/বি.ভূঁইয়া