ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে জুম্মান (২৮) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে শহরের ভাদুঘর থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেন। প্রতারক জুম্মান সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, আটক জুম্মান মহাসড়কে যানবাহন ও দোকানে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিলো।

এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে ভূয়া ম্যাজিস্ট্রেটকে আটক করে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আইএনবি/বি.ভূঁইয়া