ভালোবাসা দিবসে বিরতি ছাড়াই ‘পাসওয়ার্ড’

বিনোদন ডেস্ক:১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ২০১৯ সালের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ‘পাসওয়ার্ড’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে। এদিন বিকেল ৪টা ৫ মিনিটে সিনেমাটি চ্যানেল আইয়ের পর্দায় বিরতি ছাড়াই প্রদর্শিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চ্যানেল আই।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিনেমাটি নিবেদন করেছে সিলন ফ্যামেলি ব্লেন্ড টি। পাওয়ার্ড বাই গ্রামীণফোন। সিনেমাটি শুরুর আগে ও শেষে বিজ্ঞাপন দেখানো হবে এবং একদম মাঝ প্রান্তে একটি ছোট বিরতি থাকবে। যা সিনেমা হলেও দেয়া হয়। সিনেমা চলাকালীন সময়ে কোনো বিজ্ঞাপন দেখানো হবেনা।

শাকিব খান প্রযোজিত এরই মধ্যে সিনেমা টেলিভিশন ‘স্বত্ব’ ক্রয় করেছে চ্যানেল আই। শাকিব খান ও বুবলী অভিনীত সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মালেক আফসারী। কাহিনী ও সংলাপ রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, ডন, নাদের চৌধুরী, শিবা শানু, সাদিয়া, তনামীসহ অনেকেই।

আইএনবি/বিভূঁইয়া