ভারতে প্রথম চালানে গেল ১২ মেট্রিক টন ইলিশ

আইএনবি ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রথম চালানে দেশটিতে ১২ মেট্রিক টন ইলিশ পাঠানোর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশের প্রথম চালান গেছে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান।

তিনি বলেন, ‘চলতি বছরের প্রথম চালানে ভারতে ১২ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। রপ্তানি করছে ঢাকার সাজ্জাদ এন্টারপ্রাইজ ও স্বর্ণালি এন্টারপ্রাইজ। এবার প্রতি কেজি ইলিশ ১০ ইউএস ডলারে (বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা) রপ্তানি হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া