ভারতে পদদলিত হয়ে নারী-শিশুসহ ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের নয়াদিল্লিতে রেলস্টেশনে পদদলিত হয়ে নারী-শিশুসহ ১৮ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) এনডিটিভির এক খবরে বলা হয়, শনিবার রাতে মহাকুম্ভ উপলক্ষে বিশেষ দুটি ট্রেনের বিলম্ব হয়। ওই সময় রেলস্টেশনে হুড়োহুড়ি শুরু হয়। অতিরিক্ত ভিড়ের কারণে অনেকে অজ্ঞান হয়ে পড়েন।

কর্তৃপক্ষ জানিয়েছে, রেলস্টেশনে পদদলিত হয়ে ঘটনাস্থলেই ১০ নারী, ৩ শিশু ও দুজন পুরুষ মারা যান। এছাড়া, হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরো ৩ জনকে মৃত ঘোষণা করেন।

রেলওয়ে কর্তৃপক্ষ এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। এছাড়া, নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ, গুরুতর আহতদের আড়াই লাখ ও আহতদের ১ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে।

স্থানীয়রা জানান, কুম্ভ মেলা উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা ছিলো। কিন্তু দুটি ট্রেন আসতে বিলম্ব হয়। পরে রাত ৮টার দিকে স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্লাটফর্মে হুড়োহুড়ি শুরু হয় এবং এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিবির খবরে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া, ঘটনাস্থলে যান দমকল বাহিনীর সদস্যরাও।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি ‍দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের রাষ্ট্রপতি বলেন, “দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “নয়াদিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় আমি ব্যথিত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যারা পদদলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবাইকে সহায়তা করছে কর্তৃপক্ষ।’’

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আকস্মিক ভিড় দূর করতে বিশেষ ট্রেন চালানো হচ্ছে।”

আইএনবি/বিভূঁইয়া