ভারতে ক্রেন ভেঙে পড়ে ৩ সহকারী পরিচালকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের চেন্নাইয়ের নিকটবর্তী ইভিপি ফিল্ম সিটিতে শুটিং চলাকালে ক্রেন বিধ্বস্ত হয়ে তিন সহকারী পরিচালক নিহত হয়েছেন।

নিহতরা তামিল চলচ্চিত্রকার ও অভিনেতা কামাল হাসানের ইন্ডিয়ান-২ সিনেমার কাজ করছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ক্রেনটি ভেঙে পড়ার সময় ওই তিনজন ক্রেনের উপরে বাক্সের মতো একটি কাঠামোর ভিতরে ছিলেন। তারা শুটিং সেটে আলোকপাতের কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

১৯৯৬ সালের চলচ্চিত্র ‘ইন্ডিয়ান’-এর সিক্যুয়াল তৈরি করছেন পরিচালক শঙ্কর। ক্রেনটি বিধ্বস্ত হওয়ার সময় তিনি সিনেমা সেটে ছিলেন কিনা জানাতে পারেনি পুলিশ।

অন্যদিকে ক্রেন ভেঙে পড়ার সময় অভিনেতা কামাল হাসান কমপ্লেক্সের অন্য একটি জায়গায় ছিলেন।

ঘটনা প্রসঙ্গে কামাল হাসান বলেছেন, ঘটনাটি নিষ্ঠুর! আমি তিন সহকর্মীকে হারিয়েছি। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

আইএনবি/বিভূঁইয়া