কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা সীমান্তে শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে।
আলগা বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকায় আন্তর্জাতিক পিলার ১০৫২(২এস) এর নিকট এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ভারতীয় ওই নাগরিক বাংলাদেশের উলিপুর উপজেলার সাহেবের আলগা সীমান্তের ডিগ্রীর চরের চুলকানির খাল নামক স্থানে জিরো লাইনের দেড়শ’ গজ ভারতীয় অংশে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে বিএসএফ সদস্যরা ওই ভারতীয় নাগরিকের লাশ নিয়ে যায়। তবে নিহত ভারতীয় নাগরিকের পরিচয় জানা যায়নি।
বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএম আজাদ বলেন, ‘নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক বলে জানতে পেরেছি। সে জিরো লাইনে ভারতীয় অংশে কাঁটাতারের কাছে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আমরা বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে বৈঠকে বসার আহ্বান জানিয়েছি।’
আইএনবি/বিভূঁইয়া