পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুলিশ আজ সোমবার দুপুরে উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের বাড়ির বারান্দায় রহিমা খাতুন (২২) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি। এ ঘটনার পর গৃহবধূর স্বামী পলাতক রয়েছে। তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়ি হামিদা বেগমকে আটক করেছে।
নিহত গৃহবধূ উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের বাসিন্দা অটোচালক জসিম হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। তিনি এক সন্তানের জননী।
ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক আশিকুর রহমান জানান, দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো করা হয়েছে। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইএনবি/বি.ভূঁইয়া