ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় রাসেল মোল্লা (৩০) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার মানকিদহ ইউনিয়নের নাজিরপুর গ্রামের নুরু মোল্লার ছেলে।

জানা যায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে খুলনা-ফরিদপুর-ঢাকা রেল লাইনের ভাঙ্গা উপজেলার নাজিরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন থানার উপ-পরিদর্শক নুরুন্নবী মন্ডল জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে রাসেল মোল্লা রেললাইনে হাঁটছিল। ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা-বেনাপোলগামী ট্রেন বেনাপোল এক্সপ্রেস ওই তরুণকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর ভাঙ্গা থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ এসে তরুণের লাশ উদ্ধার করে। রাসেল মোল্লা মানসিকভাবে অসুস্থ ছিল বলে ধারণা করা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া