সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে কুরগাঁও এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের পাঁচতলার ছাদ থেকে পা পিছলে পড়ে আলামিন (১৯) নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।
নিহত আলামিন নীলফামারী জেলারা জলঢাকা থানার পূর্ব শিমুলবাড়ি গ্রামের মো. আহিনুরের ছেলে। সে কুরগাঁও এলাকার অ্যাডভোকেট সাহাবুদ্দিনের মালিকানাধীন ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলো।
পুলিশ জানায়, ওই পাঁচতলা ভবনের ছাদে দাঁড়িয়ে রশি দিয়ে নির্মাণ সরঞ্জামাদি নিচ থেকে ছাদে তোলার কাজ করছিল আলামিন। এ সময় অসাবধানতা বশত সে পাঁচ তলার ছাদ থেকে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বদরুজ্জামান বলেন, ‘তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আইএনবি/বিভূঁইয়া