ব্র্যাক কর্মীকে কুপিয়ে হত্যা

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার কাজিরহাটে রড, সিমেন্ট ও ঢেউটিনের ব্যবসা প্রতিষ্ঠান সোহাগ ট্রেডার্সে মঙ্গলবার বিকেলে ব্র্যাক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্র্যাক কর্মীর নাম মহিদুল ইসলাম (৪৫)। তিনি কাজিরহাট শাখায় কর্মরত ছিলেন।

এলাকাবাসী জানায়, ওই বাড়িতে মহিদুল তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। মহিদুলের স্ত্রী একটি স্কুলে শিক্ষকতা করেন।

এ ব্যাপারে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সোহাগ মিয়া জানান, দুপুরে ব্যাংক থেকে ৮লাখ টাকা উত্তোলন করে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সে রাখেন। এরপর তিনি দোকান বন্ধ করে সংগলশী ইউনিয়নের মুশরত কুখাপাড়া গ্রামের বাড়িতে যান। বিকেলে এসে দোকান খুলে দেখেন ক্যাশ বাক্সটি ভাঙা। টেবিলের ওপরে থাকা সিসি ক্যামেরার মনিটর ও কম্পিউটার নেই। পাশের তালাবদ্ধ কক্ষ থেকে বারান্দায় রক্ত ভেসে আসছে। পরে জানালার ফাঁক দিয়ে তিনি মহিদুলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তদের দেখে ফেলায় ধারালো অস্ত্র দিয়ে মহিদুলকে হত্যা করে ঘরে তালা দিয়ে তারা পালিয়ে যায়।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রুহুল আমিন জানান, ধারণা করা হচ্ছে, যারা টাকা চুরি করেছে, তারাই মহিদুলকে হত্যা করেছে।

আইএনবি/বিভূঁইয়া