আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান ও ইরাকে যুক্তরাজ্য সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধপরাধ গোপনের অভিযোগ উঠেছে। বিবিসি ও প্যারোনমা ও সানডে টাইমস এর এক যৌথ তদন্তে উঠে এসেছে এই তথ্য। ১১ ব্রিটিশ গোয়েন্দার সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। বিবিস
বিবিসিকে একজন গোয়েন্দা বলেছেন, নিয়ম বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য আমাদের সেনাদের বিচার হওয়া উচিৎ।তবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রনালয় এ ধরণের সকল অভিযোগ অস্বীকার করেছে।পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বিবিসিকে বলেন, ‘যেসব অভিযোগের প্রমাণ আছে, তা আমরা যাচাই করেছি।তবে যুদ্ধাপরাধ হয়েছে, আমাদের কাছে এরকম কোনও প্রমাণ নেই।’ এই সংক্রান্ত প্রাথমিক প্রমাণ আসে, ইরাক হিস্টোরিক অ্যালিগেশন টিমের (আএইচএটি) এর কাছ থেকে।তারা বলছে ব্রিটিশ সেনাদের ইরাক আক্রমণ এবং আফগানিস্থানে পরিচালিত অপারেশন নর্থমুরের সময় এসব অপরাধ করা হয়েছিলো।
আইএইচএটির সাবেক গোয়েন্দারা বলছেন, এ ধরণের কাজ করে সরকার আসলে ইতিহাসের প্রতি অন্যায় করছে।শুধু যুদ্ধপরাধ নয়, একে ধামাচাপা দেয়ার চেষ্টা করে সরকার গর্হিত অপরাধ করেছে।তাদের মতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব করে যে অন্যায় করছে তার খেসারত একদিন না একদিন দিতেই হবে।
আইএনবি/বিভূঁইয়া