ব্রাহ্মণবাড়িয়ায় ৩ পৌরসভায় রেড জোন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শর্তসাপেক্ষে মঙ্গলবার ২৩ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত সাধরণ ছুটির অন্তর্ভূক্ত থাকবে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ উপজেলার ৩টি পৌরসভা।

১০টি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে সদর পৌরসভার ৪, ৫, ও ৮ নং ওয়ার্ড, নবীনগর পৌরসভার ২, ৩, ৪ ও ৮ নং ওয়ার্ড এবং কসবা উপজেলার ৪, ৫, ও ৭ নং ওয়ার্ড। ঝুঁকি বিবেচনায় এসব এলাকাকে রেড জোনের আওতায় আনা হয়েছে। তবে মানুষ বিভিন্ন অজুহাতে বাসা থেকে বের হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে মোবাইল টিমসহ ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। জরুরী প্রয়োজন ছাড়া যারা ঘর থেকে বের হচ্ছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। এছাড়াও যাদের খাদ্য, নগদ অর্থসহ প্রয়োজনীয় সামগ্রীর প্রয়োজন হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে তাদের সেই চাহিদা মেটানো হচ্ছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত জেলায় ৫৬৫ জনের করোনা সনাক্ত হয়েছে। জেলায় করোনা আক্রান্তদের মধ্য থেকে ৯৪ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৬ জন। এখন পর্যন্ত ৮৪৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৬১১৪ জনের নমুনার ফলাফল এসেছে।

আইএনবি/বি.ভূঁইয়া