ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জুয়াড়ি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বুধবার রাতে টাকা ও জুয়ার সরঞ্জামসহ ১৬ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

আখাউড়া থানা পুলিশ পৌরশহরের রেলওয়ে জংশন স্টেশনের ( রেলওয়ে ক্লাব) লাল হোসেন ইনস্টিটিউটে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ওই ১৬ জন জুয়াড়িকে আটক করে।

আটককৃতরা হলেন, রাকিবুল সজিব দাস, কাউছার, নজরুল, বাবলু, জাহাঙ্গীর, খলিলুর রহমান, আইয়ুব খান, চুশন খলিফা, অরুন চন্দ্র, আব্দুর রহমান, রহিজ মিয়া, শেখ কাজল, ইমরান কবীর, নির্মল দাস ও শাহ আলম।


আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তিনি এক দল পুলিশ নিয়ে জংশন স্টেশনের (রেলওয়ে ক্লাব) লাল হোসেন ইনস্টিটিউটে জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় সেখান থেকে নগদ ২৪ হাজার টাকা, ১৫টি ব্যবহৃত মোবাইল ফোনসেট, জুয়া খেলার সরঞ্জামাদিসহ ওই ১৬ ব্যক্তিকে আটক করা হয়। আটক ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইএনবি/বিভূঁইয়া