ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৪ টিকেট কালোবাজারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে র্যাব ১৪ এর অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান এই সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলো আবু কালাম, আরিফ, সোহেল মিয়া ও হাকিম।
র্যাব জানায়, গোপন সংবদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন এলাকায় টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
এ সময় ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ নেতৃত্বে একটি আভিযানিক দল রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে আটক ৪ টিকেট কালোবাজারীর কাছ থেকে ট্রেনের ৬১ আসন বিশিষ্ট ৪৪ টি টিকেট উদ্ধার করে।
আইএনবি/বিভূঁইয়া