ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশমুখে জীবাণুনাশক বুথ বসিয়েছে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।
বুধবার দুপুর দুইটার দিকে বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সেনানিবাসের ১০১ বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ দৌলা। এখন থেকে সদর হাসপাতালে আগত সেবাপ্রত্যাশীদের জীবাণুনাশক বুথ হয়ে ঢুকতে হবে। বুথে ঢোকার পর স্বয়ংক্রিয়ভাবেই শরীরে স্প্রে করা হবে জীবাণুনাশক। এতে কমবে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি।
উদ্বোধন শেষে বিগ্রেডিয়ার জেনারেল নাজিম উদ দৌলা সাংবাদিকদের বলেন, জীবাণুনাশক বুথটি আমরা যেই নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো গ্রহণ করছি তারই একটি অংশ। তবে আমি মনে করি ব্যক্তি নিরাপত্তার জন্য ব্যক্তিকেই সতর্ক হতে হবে। তারপরও এমন একটি বুথ থাকলে মানুষ সতর্ক হবে। সার্বিক পরিস্থিতির উন্নয়নে আমার মনে হয় এটি ভালো ভূমিকা রাখবে।
আইএনবি/বিভূঁইয়া