ক্রীড়া ডেস্ক: আলিসনের প্রাপ্তির খাতায় বছরের শুরুতে যোগ হলো সাম্বা অ্যাওয়ার্ড। চ্যাম্পিয়নস লিগ ও কোপা আমেরিকা জয়ী এই গোলকিপার ইউরোপের বর্ষসেরা ব্রাজিলিয়ান খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন।
গত মৌসুমে লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আলিসন। এছাড়া ইংলিশ ফুটবলে নিজের প্রথম বছরেই রাখেন দারুণ ছাপ। শীর্ষ লিগে ২১ ম্যাচ ক্লিন শিট রাখায় গোল্ডেন গ্লোভ জেতেন ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান।
ক্লাবের ফর্ম ধরে রাখেন আন্তর্জাতিক মঞ্চেও। ১২ বছরে ব্রাজিলের প্রথম কোপা আমেরিকা জয়ে তার অবদান ছিল চমৎকার।
অথচ চোটে শুরু হয়েছিল তার ক্লাব মৌসুম। উয়েফা সুপার কাপ জয়ী দলে ছিলেন না তিনি, লিভারপুলের গোলপোস্টে তার জায়গা নেন আদ্রিয়ান। তবে সুস্থ হয়ে দলে ফিরে জায়গা ঠিক ধরে রাখেন আলিসন। ক্লাব বিশ্বকাপ জয়ে শেষ করেন বছর।
লিভারপুলের অফিসিয়াল ওয়েবসাইট জানায়, ৩৫.৫৪ শতাংশ ভোটে সাম্বা অ্যাওয়ার্ড জিতেছেন আলিসন। ভক্ত, সাংবাদিক ও সাবেক খেলোয়াড়দের ভোটে তারই সতীর্থ ও গতবারের বিজয়ী রবার্তো ফিরমিনো (২৩.৪৮ শতাংশ) হয়েছেন দ্বিতীয়। ১০.৪৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে প্যারিস সেন্ত জার্মেই ডিফেন্ডার থিয়াগো সিলভা।
আইএনবি/বিভূঁইয়া