বেনাপোলে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল প্রতিনিধি : বুধবার (১৮ ডিসেম্বর) বেনাপোলের তালসারি নামক স্থান থেকে ভারতীয় কসমেটিকস ও ওষুধের চালানসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে যশোর ৪৯ বিজিবি এ তথ্য জানায়।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, তল্লাশি করে এর মধ্যে ভারতীয় বিভিন্ন কসমেটিকস ৭৪ হাজার ৩৪৩, ওয়ান টাইম পেপার কাপ ২ হাজার ১৫৬ কেজি, বিভিন্ন প্রকার ওষুধ ৯ হাজার ৯৪০ পাতা ও ১ হাজার ২১৮ পিস ইনঞ্জেকশন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কাভার্ডভ্যানসহ আটক মালামালের মূল্য দুই কোটি ৫৪ লাখ টাকা। কাভার্ডভ্যানসহ আটক মালামাল শুক্রবার (২০ ডিসেম্বর) বেনাপোল শুল্ক গোডাউনে জমা দেয়া হয়েছে।

আইএনবি/বিভঁইয়া