বেগমগঞ্জে পুলিশ পরিচয়ে প্রতারণা আটক ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার বেগমগঞ্জে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা মাধ্যমে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরোদ্ধে মামলা করেছেন প্রতারণার শিকার এক নারী।

আটক মো. নুরে আলম মোহন ওই উপজেলার ৯ নম্বর মীরওয়ারীশপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের নূর বক্স সারেং-এর ছেলে। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার বিকেলে এ ঘটনায় প্রতারনার শিকার লাইলী বেগম অভিযুক্ত যুবকের বিরোদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

জেলা ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান সিকাদর জানান, চৌমুহনী পৌরসভার হাজীপুরের লাইলী বেগমের স্বামী ৭ এপ্রিল একটি মামলায় গ্রেফতার হন। এরপর জেলা পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তার আত্মীয় পরিচয়ে লাইলী বেগমকে সাহায্যের আশ্বাস দেন মোহন। বিনিময়ে এক লাখ টাকা দাবি করেন। পরে টাকা নিয়ে তিনি আত্মগোপনে চলে যান।

ওসি কামরুজ্জামান আরো জানান, প্রতারণার শিকার নারীর অভিযোগের ভিত্তিতে মোহনকে আটক করা হয়। পরে তার বিরোদ্ধে মামলা করেন ওই নারী। সে মামলায় গ্রেফতার দেখিয়ে মোহনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া