বৃষ্টিতে উপকূলীয় এলাকায় শীত তীব্রতা বৃদ্ধি

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী ও তালতলী উপজেলাসহ উপকূলীয় এলাকায় হালকা, গুড়িগুড়ি বৃষ্টিপাত ও শীতল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। ।

গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আমতলী তালতলীসহ উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি শুরু হয়ে শুক্রবার বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। দুই দিনের বৃষ্টিপাতের কারণে আমতলী ও তালতলী উপজেলা শহরসহ উপকূলীয় এলাকার নিচু জমিতে পানি জমে গিয়েছে। বৃষ্টির সাথে হালকা শীতল হাওয়ায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় এ এলাকার গৃহহীন ও ছিন্নমূল মানুষ ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি সমস্যায় পড়েছেন। গত দুই দিতে এ এলাকার মানুষ সূর্যের আলো দেখা পায়নি।

গত দুই দিনে প্রয়োজনীয় ও জরুরী কাজ ছাড়া কেহ বাড়ি-ঘর থেকে তেমন একটা বেড় হননি। বৈরী আবহাওয়ার কারনে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার বিকেল পর্যন্ত আমতলী পৌর শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানাগেছে, আগামী দুই দিন দেশের অনেক জায়গায় হালকা, গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারনে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া