পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার কান্দি ইউনিয়নের দাদন গ্রামে সোনাভান (৫৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা মরদেহ রেখে সমঝোতার পর দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টি জানার পর পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করলেও পরিবারের অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত সোনাভান ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’
আইএনবি/বিভূঁইয়া