আইএনবি নিউজ: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ড. মুহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন অবৈধভাবে হলগুলোতে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের উচ্ছেদ করতে শুক্রবার রাত থেকে অভিযান চলবে।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী সঙ্গে আলোচনা করেছি। তিনি বলেছেন যা যা প্রয়োজন সব সহযোগিতা দেওয়া হবে। আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি বলেছেন হলে হলে তল্লাশি হবে, তাহলে আমাদের হলগুলোতেই আগে তল্লাশি করুন।
বুয়েটের অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের সঙ্গে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সভা শুরু হয়।
তিনি বলেন, হলে হলে প্রভোস্ট ও শিক্ষকরা মিলে সিদ্ধান্ত নিয়ে ক্লিনিং অপারেশন চালাবে। প্রয়োজনে পুলিশ পাঠানো হবে।
ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, প্রত্যেক হলের প্রভোস্টদের সাথে পাঁচ থেকে ছয়জন শিক্ষক এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সে অনুযায়ী হলে হলে ক্লিনিং অপারেশন চলবে। এবং সেটি আজ রাত থেকেই চলবে।
আইএনবি/বিভূঁইয়া