শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ভেঙে পড়া গাছচাপায় মো. আলীবক্স ছৈয়াল (৬৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার (১০ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দেওজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যার পরে নিহতের বাড়িতে যান নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায় ।
মো. আলীবক্স ছৈয়াল উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দেওজুড়ি গ্রামের মৃত জমিরুদ্দিন ছৈয়ালের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে আলীবক্স ছৈয়াল তার চৌচালা টিনে ঘরে শুয়ে ছিলেন। হঠাৎ ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে পাশের একটি কড়াই গাছ তার ঘরের ওপর ভেঙে পড়লে তিনি চাপা পড়েন। এতে তার মৃত্যু হয়।
এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে জেলার ৬টি উপজেলার প্রায় ২২টি বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। বাতাস আর টানা বর্ষণের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। গাছপালা ভেঙে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছিলো সারাদিন ।
শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
আইএনবি/জে.এম/বিভূঁইয়া