বিয়ের প্রলোভন দেখিয়ে লাগাতার ধর্ষণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থী রাজশাহী কলেজে স্নাতকে অধ্যায়নরত।

রাজশাহী সিটি কর্পোরেশন প্রকৌশল বিভাগের সিনিয়র সহকারী পদে কর্মরত তাজমুরাদ লিটনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কলেজ শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে রোববার নগরীরর মতিহার থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগ সুত্র ও পুলিশের মাধ্যমে জানা যায়, গত এক বছর পুর্বে ওই শিক্ষার্থী সিটি কর্পোরেশনে বিশেষ কাজের জন্য যায়। সেখানে লিটনের সাথে তার পরিচয় হয়। সেই থেকে লিটনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে লিটন একাধিকবার তার সঙ্গে শারীরিক সংসর্গে লিপ্ত হন।

মতিহার থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা থানায় রেকর্ড করা হয়েছে এবং ধর্ষক লিটনকে গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান ।

আইএনবি/বি.ভূঁইয়া