বিয়ের প্রলোভনে গার্মেন্ট কর্মীকে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভনে এক গার্মেন্ট কর্মীকে ধর্ষণের অভিযোগে মো. জুয়েল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) রাতে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

আটক জুয়েল জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কান্দির গ্রামের মো. জুলফিকারের ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম ধর্ষিতার বরাত দিয়ে জানান, ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার ওই গার্মেন্ট কর্মী সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে জুয়েল নামে ওই যুবক। এরপর বিয়ের প্রলোভনে দীর্ঘ দিন ধরে ওই তরুণীকে ধর্ষণ করে আসছিল। কয়েক দিন পূর্বে জুয়েল তাকে না জানিয়ে গোপনে বিয়ে করে ফেলে।

এঘটনায় গতকাল থানায় ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক জুয়েলকে আটক করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, গার্মেন্ট তরুণীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া