বিয়েতে উচ্চ শব্দে গান বাজানোয় মারধর, বরের চাচা নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে শনিবার রাত সোয়া ১১টার দিকে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে কামাল ব্যাপারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।

নিহত কামাল বেপারী উপজেলার মাঝগাঁও মানিকপুর পশ্চিমপাড়া এলাকার ইসমাইল ব্যাপারীর ছেলে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু জানান, রাতে কামাল ব্যাপারীর ভাতিজা সুমনের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এসময় গান বাজানোকে কেন্দ্র করে কামাল ব্যাপারীর প্রতিবেশী শামসুল, সাজত ও শাজাহান এসে কামালের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা কামাল ব্যাপারীকে এলোপাতাড়ি কিলঘুষি মারে। সঙ্গে সঙ্গেই কামাল মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সরল মুরমু আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।’

আইএনবি /বিভূঁইয়া