বিড়ি খাওয়াকে কেন্দ্র করে শ্রমিক আনসার সংঘর্ষ

বগুড়া প্রতিনিধি: হ্যান্ডলিং শ্রমিক ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বেনাপোল স্থল বন্দরের আনসার সদস্যদের সঙ্গে বন্দরের অভ্যন্তরে বিড়ি খাওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে শ্রমিকরা। অপরদিকে শ্রমিকরা আনছার ক্যাম্পে ইট পাটকেল ছুঁড়েছে এমন অভিযোগও উঠেছে।

এতে আনসার সদস্যদের রাইফেলের আঘাতে ৫ জন লেবার শ্রমিক আহত হয় বলে শ্রমিকরা দাবি করেছে। বাদল নামে এক শ্রমিককে আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার ঘটনাস্থলে উপস্থিত হলে লেবার শ্রমিকেরা আনসার সদস্যের প্রধান (পিসি) এসএম সাকিবুজ্জামান শাকিবকে প্রত্যাহারের দাবি জানান।

তাকে প্রত্যাহারের আশ্বাসের ভিত্তিতে লেবার শ্রমিকরা কাজে ফিরে যান। এ ঘটনার জের ধরে বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত মালামাল লোড-আনলোড দুই ঘণ্টা বন্ধ ছিল। শ্রমিকদের আরেকটি অংশ যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে রাখে, পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়। এখনও থমথমে অবস্থা বিরাজ করছে আনসার ক্যাম্পের আশপাশে।

আইএনবি/বিভূঁইয়া