বিশিস্ট ক্বারী সুরুজ মিয়া না ফেরার দেশে চলে গেলেন

নিজস্ব রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা বিদ্যাকুট ইউনিয়ন দুর্গাপুর গ্রামের বিশিস্ট ক্বারী মোহাম্মদ শামসুদ্দিন (সুরুজ মিয়া) না ফেরার দেশে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম সুরুজ মিয়া “জনতার মঞ্চ ফাউন্ডেশন” এর নবীনগর শাখার সভাপতি এবং রিয়াদস্ত নবীনগর উপজেলা আওয়ামী লীগের তত্ত্ব ও প্রযুক্তি বিষয়্ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম হৃদয় এর বাবা…।

মৃত্যুকালে উনার বয়স হয়েছিলেন ১১৪ বছর। উনি দীর্ঘ ৫০ যাবৎ মসজিদে ইমামতি করেছেন।

তিনি বার্ধক্য জনিত কারনে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।

মরহৃমের ছেলে মোঃ জহিরুল ইসলাম (সৌদি প্রবাসী) জানান, গতকাল রবিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭.২০ মি. উনি মারা গিয়েছেন। তিনি তার বাবার জন্য সকলের কাছে দোয়া পার্থনা করেন।

আল্লাহ উনাকে জান্নাতের শ্রেষ্ঠ মোকাম দান করুন।

 

আইএনবি নিউজ