বিমানবন্দরে সাড়ে নয় কেজি স্বর্ণ যাত্রীর পেটে

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিমানবন্দর এনএসআই টিম ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা যৌথ ভাবে অভিযান পরিচালনা করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর শরীর তল্লাশি করে ৮২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা মো. এনামুল হক নামের এক যাত্রী থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমান বন্দর সূত্র জানায়, তার পেটের পাশে লুকানো একটি ব্যাগে স্বর্ণের বারগুলো ছিল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিমান বন্দরের দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করে। পরে তার শরীরে তল্লাশী চালালে প্রায় সাড়ে ৯ কেজি ওজনের স্বর্ণের বার বের হয়ে আসে।

শাহ আমানত বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. মুছা খান এ বিষয়ে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ওই যাত্রীর বাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকায়। যার পাসর্পোট নয় ০৭৮৬৭৮১। তিনি আন্তর্জাতিক স্বর্ণ চোরা চালান চক্রের সদস্য।’

বিমান বন্দরে কাস্টমসের ডেপুটি কমিশনার রোখসান খাতুন জানান, জব্দ হওয়া স্বর্ণের বাজার মুল্য প্রায় ৫ কোটি ৭০ লক্ষ টাকা। এই স্বর্ণগুলো ও আটক ব্যক্তির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আইএনবি/বি.ভূঁইয়া