আইএনবি নিউজ: ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম মো. হাসান আলী নামে এক যাত্রীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিদেশি পিস্তল ও ১০০ রাউন্ড গুলিসহ আটক করেছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কাস্টম হাউসের কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে গতকাল শুক্রবার রাতে অবস্থান করে নজরদারি করছিলেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে ভোর সাড়ে ৫টায় ইস্তাম্বুল থেকে ঢাকায় আসা টার্কিস এয়ারলাইন্সের এর যাত্রী হাসান আলীকে চ্যালেঞ্জ করলে তল্লাশি করা হয়। এ সময় তার লাগেজে একটি বিদেশি পিস্তল ও ১০০টি গুলি পাওয়া যায়।
তিনি আরও জানান, আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত অস্ত্র ও গুলির বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।
আইএনবি/বিভূঁইয়া